গৌরনদীর মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের
অপসারনের দাবিতে কলেজে হামলা ও ভাংচুর
নানা দূর্নীতি ও অনিয়মের অভিযোগে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষের অপসারনের দাবিতে বিক্ষুব্দ শিক্ষার্থীদের তিনদিনের বিক্ষোভ কর্মসূচীর দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষুব্দরা কলেজে হামলা চালিয়ে ভাংচুর করেছে।
বিক্ষুব্দ শিক্ষার্থীরা জানায়, মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদ কলেজের মোটা অংকের টাকা আত্মসাত, প্রভাষক ও কর্মচারী নিয়োগে নানা দূর্নীতি এবং কলেজ পরিচালনায় ব্যাপক অনিয়মের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে বিগত দিনে কলেজ গভনিং বর্ডির সদস্যদের সমন্বয়ে গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত কমিটি সময় বেঁধে দিয়ে অধ্যক্ষ কর্তৃক আত্মসাতকৃত টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। তদন্ত কমিটির নির্দেশকে উপেক্ষা করে অধ্যক্ষ ফিরোজ ফোরকান অদ্যবর্ধি টাকা ফেরত না দিয়ে দুর্নীতে আরো বেপরোয়া হয়ে ওঠেন।
উল্লেখিত অভিযোগের ভিত্তিতে কলেজের সাধারন শিক্ষার্র্থীরা অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহম্মেদের অপসারনসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে তিনদিনের কর্মসূচী গ্রহন করেন। গতকাল বৃহস্পতিবার কর্মসূচীর দ্বিতীয় দিনে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল-ঢাকা মহাসড়কের মাহিলাড়া বাজারসহ ওই এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষুব্দরা কলেজে হামলা চালিয়ে কলেজের কয়েকটি জানালার গ্লাস ভেঙ্গে ফেলে।