ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

বার বিকেলে ইফ স্মৃতি ক্রিকেট টুনামেন্টর ফাইনাল খেলায় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনার পর ফাইনাল খেলার পুরস্কার বিতরন স্থগিত করা হয়েছে। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, গৈলা শহীদ স্মৃতি সংঘ ও সানুহার (পূর্ব সূজনকাঠী) তিন তাঁরা ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২ রানে গৈলা শহীদ স্মৃতি সংঘ বিজয়ী হন। খেলা চলাকালীন সময় দু’পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডা বাঁধে। এরজের ধরে খেলা শেষে শহীদ স্মৃতি সংঘের সমর্থক সাদ্দাম হোসেনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে পরাজিত তিন তাঁরা ক্লাবের কর্মকর্তা ও সমর্থকদের ধাওয়া করে পুকুরে ফেলে দেয়। এ সময় দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের সোহরাব আকন, হারুন আকন, এমদাদ সরদার, শহিদুল, আমির হোসেন, মামুন ওরফে মিনু, আরিফ হোসেন, সোহাগ আহম্মেদ, নিতাই ঘরামি, সোহেল মুন্সি, ফরিদ সরদার, মাসুদ হোসেন, জুয়েল, বশার ফকির, নেছার উদ্দিন, হেলাল উদ্দিন, রহমান হোসেন, শাহিন খান, ছরোয়ার দাড়িয়াসহ কমপক্ষে ২০ জন আহত হয়। এ ঘটনার পর ক্রিকেট টুনামেন্টের কর্মকর্তারা পুরস্কার বিতরনী অনুষ্ঠান স্থগিত করে দেয়।