বিদ্রোহী মেয়র প্রার্থীরা। শনিবার রাতে বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনের প্রতিদ্বন্ধিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী মতিউর রহমান মোল্লা। সংবাদ সম্মেলনে জানানো হয় যে সকল বিদ্রোহী প্রার্থীরা এখনো সরে দাঁড়ায়নি তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ সম্মেলনে বিদ্রোহী মেয়র প্রার্থী মতিউর রহমান মোল্লা জানান, বিএনপির কেন্দ্রীয় নির্বাচনী সেল থেকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতা ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম খান রাজন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান করেন। পাশাপাশি দলের সমর্থিত মেয়র প্রার্থী নাসির উদ্দিন জমাদ্দারের পক্ষে কাজ করারও নির্দেশনা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজন বলেন, বরিশাল বিভাগের ভোলা ও পটুয়াখালী জেলার একাধিক পৌরসভার মেয়র পদে এখনো আমাদের বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তারা দলের সিদ্ধান্তের বাহিরে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করলে তাদের বিরুদ্ধে ২/১ দিনের মধ্যে বহিস্কারাদেশ আসতে পারে।
বরিশালের ১৯ পৌরসভায় ম্যাজিস্ট্রেট মোতায়েন : বরিশাল বিভাগের ১৯ পৌরসভায় নির্বাচনী আচরনবিধি লংঘনের সংক্ষিপ্ত বিচার করতে ১৯ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে। তারা আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।