শিশু অপহরনের সময় এলাকাবাসি হাতেনাতে এক পাচারকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার বিল্লগ্রাম এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আগৈলঝাড়া উপজেলার পূর্ব পতিহার গ্রামের মোহাম্মদ আলী মোস্তাফার পুত্র জাহিদুল ইসলামকে (৫) শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী রাস্তা থেকে শিশু পাচারকারী সংঘবদ্ধ চক্র কৌশলে অপহরন করে। অপহরনের পর শিশুটিকে নিয়ে গৌরনদীর বিল্লগ্রাম বাজার অতিক্রমের সময় শিশুটি ডাকচিৎকার শুরু করে। এ সময় পাচারকারীরা শিশুটিকে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হৃদয় শেখ ওরফে মিন্টু নামের এক পাচারকারীকে আটক করলেও অন্যান্যরা পালিয়ে যায়। স্থানীয়রা আটককৃত শিশু পাচারকারীকে গণধোলাই দিয়ে ওইদিন রাতেই পাচারকারীকে পুলিশের কাছে সোর্পদ করে। আটককৃতর বাড়ি গাইবান্ধায়, সে ওই এলাকার মেনহাজ শেখের পুত্র।