গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদীতে গতকাল সোমবার ১৫ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিলো। সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের জোনাল অফিসের যান্ত্রিক ক্রুটির জন্য সোমবার ভোর চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উল্লেখিত এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিলো। ফলে এসব এলাকার প্রায় অর্ধশতাধিক বিদ্যুত গ্রাহক, বিদ্যুতচালিত ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও পানির পাম্প চালাতে না পারায় এসব উপজেলার চারটি হাসপাতালের রোগীদের চরম ভোগান্তির স্বীকার হতে হয়েছে। দিনভর আপ্রান চেষ্ঠা চালিয়ে সন্ধ্যা ছয়টার বিদ্যুত লাইন সচল করা হয়।