পূঁজিবাজারের খলনায়কদের বিচারের দাবি

করেছেন বরিশালের বিনিয়োগকারীরা। তারা বলেছেন এসব দুস্কৃতকারীদের মুখোশ উন্মোচন না হলে সাধারন বিনিয়োগকারীদের মাঝে আস্তা ফিরে আসবে না। গতকাল সোমবার দুপুরে নগরীর ফকির বাড়ি রোডের অস্থায়ী কার্যালয়ে বরিশাল বিনিয়োগকারী ফোরামের এক বৈঠকে বক্তারা এ কথা বলেন।

ফোরামের আহবায়ক এস আমিনের সভাপতিত্ব বৈঠকে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মহসিন সুজন, এইচএম টিপু,তারেক হোসেন,রানা, হোসাইন আলী কাজী। বক্তারা অস্থির বাজারকে স্থিতিশীল অবস্থায় ফিরে আনতে নানামুখী পদক্ষেপ গ্রহন করায় অর্থ মন্ত্রীকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে বিনিয়োগকারী মুন্না তালুকদার বলেন, মা-বাবার সারা জীবনের সঞ্চয় বিনিয়োগ করেছিলাম লাভের আশায়। কিন্তু পূঁজি হারিয়ে বর্তমানে স্বর্বশান্ত হয়েছি। যারা এই কারসাজী করেছে তাদের তিনি বিচার দাবী করেন। বরিশাল স্টক এন্ড বন্ডের বিনিয়োগকারী আসাদুজ্জামান আসাদ বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন এই খাতটিকে যারা ধ্বংসের পথে নিয়ে গেছে তাদের বিচার এখন সময়ের দাবী। এ ব্যাপারে বরিশাল বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহবায়ক এসএম বাহার বলেন, ’৯৬ ট্রাজেডির খলনায়কদের বিচার এবং বর্তমান ঘটনার তদন্ত পূর্বক বিচারের দিকে তাকিয়ে রয়েছেন স্বর্বস্ত্র হারানো বিনিয়োগকারীরা। তিনি আরো বলেন এ কেলেংকারীদের বিচার না করলে সরকারকে মূল্য দিতে হবে।