মেহেন্দিগঞ্জের ডুবোচরে পারাবত লঞ্চ

সংলগ্ন কালাবদর নদীর গাজীর চরের মোহনার ডুবো চরে যাত্রী নিয়ে আটকা পড়েছে। ঢাকা থেকে বরিশালে আসার পথিমধ্যে গতকাল সোমবার প্রর্ত্যুষে ঘনকুয়াশায় দিকভ্রান্ত হয়ে লঞ্চটি ডুবো চরে আটকা পড়ে। এতে লঞ্চে থাকা প্রায় সহস্রাধীক যাত্রীদের চরম ভোগান্তিতে পরতে হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে দশটা পর্যন্ত লঞ্চটি চর থেকে মুক্ত করা যায়নি।

পারাবর্ত লঞ্চের করনিক (কেরানি) মোঃ বারেক হোসেন জানান, গতকাল সোমবার প্রতুর্ষে লঞ্চটি গাজীর চরের মোহনার ডুবো চরে আটকা পড়ে। সোমবার সরাদিন বহু চেষ্টা করেও লঞ্চটি চর থেকে নামানো সম্ভব হয়নি। লঞ্চের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। ওই লঞ্চে প্রায় সহস্রাধীক যাত্রী ছিল বলেও তিনি উল্লেখ করেন।

নাম প্রকাশ না করার শর্তে বরিশাল বিআইডব্লিউটিএ’র এক কর্মকর্তা বলেন, লঞ্চের মাস্টার এবং সারেং অনভিজ্ঞ হওয়ায় ডুবো চরে যাত্রীবাহি লঞ্চটি আটকে পরেছে। ঘনকুয়াশায় নেভিগেশন বাতি জ্বালিয়ে নদীতে নোঙ্গর করে থাকার কথা থাকলেও তারা আইন অমান্য করেছে। এ কারনে লঞ্চটি ডুবো চরে আটকা পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।