পরাজিত প্রার্থীর অতর্কিত হামলায় আহত ১০

দেয়ায় পরাজিত কাউন্সিলর প্রার্থী লোকমান বেপারী ও তার ভাই দুলাল বেপারী সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করেছে এবং কমপক্ষে ১০জনকে দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করেছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর এলাকার ঝাউতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী লোকমান বেপারী পরাজিত হয়ে বেপারোয় হয়ে উঠেছেন। কে ভোট দিয়েছে বা দেয়নি তা নিয়ে তিনি স্থানীয় লোকজনকে নানা জবাবদিহীতার বেড়াজালে বেপারোয়া আচরণ করছেন। এর অংশ হিসেবে জমিজমা নিয়ে সামান্য বিরোধ থাকায় নির্বাচনে ভোট না দেয়ার কারনে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দেশী অস্ত্র দিয়ে ৪থেকে ৫টি বাড়ি ভাংচুর করে। এ সময় বাঁধা দিতে গেলে দা’ এর কোপে ও বেদম প্রহারে মহিলাসহ ১০জন আহত হয়েছে। এদের মধ্যে জাহাঙ্গীর হাওলাদার(১৫) আকিজুল হাওলাদার(৪০) সাফিয়া বেগম(৪০), আকলিমা বেগম(৩৫) ও ফাতেমা বেগম(৪৪) কে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জাহাঙ্গিল হাওলাদারের অবস্থা আশঙ্গাজনক। এ ঘটনায় কালকিনি থানায় মামলা দায়ের করা হয়েছে।