কালকিনিতে আ’লীগ প্রার্থীর পরাজয়ের নেপথ্যে

প্রতিদ্বন্ধি ৩প্রার্থীই ছিল পৌরবাসীর কাছে নতুন মুখ। জনপ্রিয় প্রার্থী কোনো দলই নির্ধারণ করতে পারেনি। আওয়ামীীগের অধিকাংশ দলীয় মনোনায়ন বঞ্চিত প্রার্থী নিরব থেকেছেন এবং গোপনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের সমর্থণ দিয়েছেন। তাছাড়া আ’লীগের প্রার্থীরও ছিল আর্থিক সংকট। আর এ সুযোগ কাজে লাগিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও সাবেক মেয়র তৌফিকুজ্জামান শাহীনের ভূমিকা ব্যাপকভাবে প্রভাব পড়েছে ভোটারদের মধ্যে। আওয়ামী ক্ষোভের বিস্ফরণে পরাজিত হয়েছে আওয়ামীলীগ প্রার্থী। আর এর মাধ্যমে ১৯৯২সাল থেকে প্রতিটি নির্বাচনে যে জয়ের ধারাবাহিকতা আওয়ামীলীগের ছিল তাও ভেঙে গেল। সৈয়দ আবুল হোসেন ও তৌফিকুজ্জামান শাহীনের ভূমিকা পৌরসভা নির্বাচনে ব্যাপক প্রভাব পড়েছে এবং হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে ভোটাররা। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ব্যাপক প্রভাব পড়ার আশঙ্গা করা হচ্ছে।