সত্যি হলো গৌরনদী ডট কম এর প্রতিবেদন

আ’লীগ প্রার্থী’ শিরোনামে গৌরনদী ডট কম প্রকাশ করেছিল একটি অনুসন্ধানীমূলক প্রতিবেদন। পৌরসভা নির্বাচনের ভোট গ্রহনের কয়েকদিন পূর্বে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। কালকিনি থেকে ৪বার নির্বাচিত সাংসদ যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বর্তমান সরকারের ২বছরে ও ২বার আ’লীগ প্রার্থী তৌফিকুজ্জামান শাহীন মেয়র নির্বাচিত হওয়ার পরেও উন্নয়নে ব্যর্থ হওয়ায় কি রকম বিভ্রতকর পরিস্থিতির সম্মুখিন হতে হয়েছে আওয়ামীগের মেয়র প্রার্থী খায়রুল আলম খোকন বেপারীকে তা তুলে ধরা হয়েছিল ঐ প্রতিবেদনে। ১৭জানুয়ারীর নির্বাচনে ভোট গননায় গৌরনদী ডট কম এর প্রকাশিত প্রতিবেদনের চিত্রই ফুটে উঠলো ফলাফলে। আওয়ামীগের প্রার্থী পরাজিত হলেন ৭শ’ ৯৫ ভোটে। মেয়রপদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী এনায়েত হোসেন হাওলাদার। তিনি ভোট পেয়েছেন ৮হাজার ৬শ’ ২৪টি এবং তার নিকটতম প্রার্থী আ’লীগ সমর্থীত খায়রুল আলম খোকন বেপারী পেয়েছেন ৭হাজার ৮শ’ ২৯ ভোট ও বিএনপি সমর্থীত প্রার্থী এস এম মাহবুব মুন্সি পেয়েছেন ৩হাজার ২৪ ভোট। গৌরনদী ডট কম আবারো প্রমান করলো পাঠকদের প্রতি তার দায়বদ্ধতার কথা।