পাইলট হাইস্কুলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ

করে গতকাল মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নবম ও দশম শ্রেনীর ছাত্রদের মধ্যে হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষে অন্তত ১০জন ছাত্র আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শ শিক্ষার্থীরা জানায়, ওই বিদ্যালয়ের নবম শ্রেনীর আকরামসহ ৪/৫ছাত্র বিদ্যালয়ের বারান্দায় দারিয়ে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আকরাম  পা মেরে ১ ছাত্রীকে ফেলে দেয়। ওই দৃশ্য দেখে দশম শ্রেনীর ছাত্র আলামিন, ইয়াছিন এ ঘটনার প্রতিবাদ করে। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় হাতাহাতি শুরু হলে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এর পর দশম ও নবম শ্রেনীর ছাত্ররা সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে নবম শ্রেনীর ছাত্র আরিফ, আকরাম ও দশম শ্রেনীর ছাত্র আল আমিন, ইয়াসিন, হাসিব, আফজালসহ উভয় শ্রেনীর ১০ জন ছাত্র আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রন করার সময় পা ফসকে পড়ে গিয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল সিকদার আহত হয়।