প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই স্কুলের অষ্টম শ্রেনীর মেধাবী ছাত্র ও কাজীরহাট গ্রামের জনৈক সুলতান আহম্মেদের পুত্র রুবেল হোসেন স্কুলে ছুটির পর বিকেল তিনটার দিকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মাহিলাড়া-সেরাল সড়কের সেরাল নামকস্থানে ইঞ্জিনচালিত অবৈধ নসিমন বেপরোয়া গতিতে যাওয়ার সময় স্কুল ছাত্র রুবেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেল মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্দ এলাকাবাসি নসিমনটিতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। খবর পেয়ে আগৈলঝাড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পুলিশের উপস্থিতিতে বিক্ষুব্দ এলাকাবাসি ও শিক্ষার্থীরা অবৈধ নসিমন বন্ধসহ মেধাবী ছাত্র রুবেল হত্যার বিচারের দাবি জানায়।