আলীকদমে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যেগে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপনের সমাপনী দিনে র‌্যালি, শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ রেষ্ট হাউজ সংলগ্ন টাউন হলে শিক্ষক সমাবেশ, প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা। র‌্যালিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষক, অবিভাবক ও ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। গত ২০১০ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় উত্তির্ণ ২৩ মেধাবী শিক্ষার্থীকে পুরুস্কৃত করা হয়। এতে অন্যান্যদর মধ্য বক্তব্য রাখেন মহিলা ভাইচ চেয়ারম্যান শিরিন আক্তার রুখসানা, এমপি প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন এমএ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নূর ই আলম, উপজেলা প্রকৌশলী সজল কৃঞ্চ দেব, ওসি মোঃ ইকবাল হোসেন ও শিক্ষিকা মানুখয় মার্মা প্রমূখ।