ভূমি বিরোধের জের ধরে ১৭ জন আসামী

রাতের আঁধারে প্রতিপক্ষের উপর হামলা  চালিয়ে বাড়ির মালামাল ও স¦র্ণালঙ্কার লুটের অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ও ভাইচ চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিপক্ষের এ হামলায় চার নারীসহ ৬ ব্যক্তি আহত হয়েছেন বলে মামলার এজহারে বলা হয়েছে।

থানায় দায়েরকৃত এজাহারে প্রকাশ, মামলার বাদী লায়লা বেগম (৪৫)‘র পিতার নামীয় ২৫শতক জমিতে ৪ বোন মিলে ৩০বছর ধরে বসবাস করছেন। এ জমির মালিকানা নিয়ে তাদের সাথে আলীকদম বিএনপি সভাপতি ফরিদ আহামদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইতোপূর্বে এ জমির দখল সংক্রান্ত বিষয়ে কয়েক দফা হামলা ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়। সর্বশেষ গত ২৩ জানুয়ারী মধ্যরাতে প্রতিপক্ষ বিএনপি সভাপতি ফরিদ আহমদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ মামলার এজাহারভূক্ত ১৭ আসামী সংঘবদ্ধ হয়ে দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে লায়লা বেগমের বাড়িতে ও তার পরিবারের লোকজনের ওপর রাতের আধারে অতর্কিতে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষ বাড়ির মালালামাল ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় কুলছমা বেগম, লাইলা বেগম, ওয়াহিদুর রহমান, নূর আয়েশা ও বলবুল আক্তার বেগম রক্তাক্ত জখম হয়।

এ ঘটনায় ফরিদ আহমদকে প্রধান আসামী করে ১৭জনের বিরুদ্ধে আলীকদম থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং-৪ তারিখ ২৪/১/১১ইং। দ:বি: ১৪৩/৩০৭/৩২৩/ ৩২৫/৩৮০/৩৮৯/৪৪৭/৪৪৮। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান জানান, মামলার তদন্ত প্রক্রিয়া চলছে। অচিরেই এজাহারভূক্ত আসামীদের গ্রেফতার করা হবে।

এদিকে, মামলার ১নং আসামী বিএনপির সভাপতি ফরিদ আহামদের দাবী তাদের নামীয় জমিতে লায়লা বেগম গং অবৈধভাবে বাড়ী ঘর তৈরীতে বাধা দিতে গেলে তাদের ওপরই হামলা চালানো হয়েছে। এতে তার পক্ষের মো. জুয়েল (২৩), লায়লা বেগম (৪৫), রোমানা বেগম (২৫), হাবিবুল্লাহ (২১) ও নিলয় (২০) আহত হয়েছেন। তারাও প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে।