খোকন আহম্মেদ হীরা, গৌরনদী থেকে ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বরিশালের আগৈলঝাড়া উপজেলার চারজন নারীকে গতকাল সোমবার সকালে বিশেষ সম্মাননা পদক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
উপজেলা এনজিও পরিষদের সমন্মেয়ে উপজেলা পরিষদ সভা কক্ষে সম্মাননা পদক অনুষ্ঠানে আগৈলঝাড়ার একমাত্র মহিলা মুক্তিযোদ্ধা মনা রানী ব্যানার্জি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা দেয়ার জন্য মারিয়া কর্মকার, সফল সংগঠক হিসেবে সিসিলিয়া পারুল মন্ডল, শিক্ষকতা ও স্কাউটে বিশেষ অবদানের ক্ষেত্রে আভা রানী মুখার্জীকে পদক ও সনদপত্র প্রদান করেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস।