আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ

কেন্দ্র করে দুই বংশের সমর্থকদের মধ্যে ঘন্টা ব্যাপী সংঘর্ষে ১৫ জন আহত হয়। গুরত্বর আহত ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,গৌরনদী উপজেলার কসবা গ্রামে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের সাইনবোর্ডে স্থানের নামে বেপারী বাড়ি সড়ক লিখে সাই বোর্ডটি টানানো হয়। গতকাল বুধবার দুপুরে শাহ বংশের মোঃ সিরাজ শাহ সাইবোর্ড দেখে ক্ষুদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করে সাইনবোর্ডটি অপসারন করার চেষ্টা চালায়। এসময় বেপারী বংশের মোঃ আলী বেপারী বাধা দিলে উভয়ের মধ্যে বাগ বিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছরিয়ে পরলে দুই বংশের সমর্থকরা লাঠি শোঠা নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের ১৫জন আহত হয়। আহতদের মধ্যে রয়েছে, মোঃ আলী বেপারী (৩০), জাহিদ বেপারী (২৫) সান্টু বেপারী (২৪), মনির বেপারী (২৩), আমরুল বেপারী (২৬) মাসুদ বেপারী (২১), আমির বেপারী (২০), আরিফ বেপারী (২২), বক্কর বেপারী (২৬) সিরাজ বেপারী (২৩) মোঃ সিরাজ শাহ (৩২), জামাল শাহ (২৩) কামাল শাহ (২৪) সহ ১৫ জন আহত হয়। গুরুত্বর আহত ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম সংঘর্ষের ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, এখন কোন পক্ষ মামলা দায়ের করেনি।