ওয়াটসান মেলার দ্বিতীয় দিনেও উপচেপড়া ভিড়

সামনে রেখে আগামি ২০১৩ সনের মধ্যে সকল পরিবারের জন্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে তিনদিনব্যাপী মেলার আয়োজন করা হয়। বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ সংলগ্ন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে ওয়াটসান মেলার দ্বিতীয় দিনেও গতকাল বুধবার দশনার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন বরিশাল অঞ্চল ও স্থানীয় এনজিও সমূহ এবং স্থানীয় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মেলায় সচেতনতামূলক বিভিন্ন এনজিওর ১২টি ষ্টল বসেছে। ব্যতিক্রমধর্মী এ মেলায় বরিশালসহ পাশ্ববর্তী মাদারীপুর ও গোপালগঞ্জের দর্শনার্থীরাও এসেছে। মেলার দ্বিতীয়দিনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিকেল পাঁচটায় উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মজিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ সহিদুল ইসলাম, এনজিও ওয়ার্ল্ড ভিশনের ব্যবস্থাপক অচিন্ত চাম্বু। বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক জেমস্ রিপন বাড়ৈ, এনজিও ফোরাম বরিশাল অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ফয়সাল মুস্তাফিজুর রহমান প্রমুখ।

মেলায় এনজিও ফোরামের ২৪টি এনজিও’র সহযোগীতায় এনজিও ওয়ার্ল্ড ভিশন, সিএইচসিপি, হাইসাওয়া, এনজিও ফোরাম, প্রশিকা, ব্র্যাক, বিভিডিও, বিপিইউএস, আলোশিখা, মউস, চার্চ অব বাংলাদেশ ও ডিপিএইচই’র উদ্যোগে সচেতনতা মূলক বাহারি ষ্টল বসানো হয়েছে। সূত্রমতে, আগৈলঝাড়া উপজেলার অবহেলিত জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিং প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে তিনদিনব্যাপী এ ব্যতিক্রমধর্মী মেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণনাটক এবং ওয়াটসান বিষয়ক ভিডিও প্রদর্শনের করা হয়। আজ বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠান।