নগরীতে সন্ত্রাসী হামলা-ভাংচুর ৫ লাখ টাকার মালামাল লুট

সন্ত্রাসীরা সৌদি প্রবাসির বসত ভাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুরেরর তান্ডব চালিয়েছে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, মুসলিম গোরস্থান এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলাম কয়েক বছর আগে চার শতাংশ জমি কিনে বিল্ডিং নির্মান করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। বেশ কিছূ দিন ধরে স্থানীয় সোবাহান রাঢ়ী গংদের সঙ্গে তার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে প্রায়ই বাকবিতন্ডায়ও লিপ্ত হত। দুপুরে সোবাহান গং ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে সিরাজুল ইসলামের বাড়ি লুটপাট ও ভাংচুর করেন। সন্ত্রাসী পন্ডিত রাজিব, আফজাল হোসেন, বিপুল, সবুজসহ ১৫/২০ জন সন্ত্রাসী এ তান্ডব চালায়। খবর পেয়ে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু এর আগেই সন্ত্রাসীরা লুটপাট চালিয়ে স্থান ত্যাগ করে। সন্ধ্যায় সিরাজুল ইসলাম বাদি হয়ে ৭ জনকে আসামি করে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলো সোহেল আহমেদ, পন্ডিত রাজীব, আফজাল হোসেন, শাকিল হোসেন, সবুজ, এ্যানি বেগম  ও নিনা বেগম।

সিরাজুল ইসলাম বলেন, সন্ত্রাসীরা সশস্ত্র অবস্থায় ঘরে প্রবেশ করে টিভি, চেয়ার টেবিল, আলমারী, শোকেজ, খাট ভাংচুর করে। এছাড়া মোবাইল সেট ও স্বর্নালংকার এবং নগদ ৬০ হাজার টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।