আরসি ভেবে তরল কিটনাশক পান করে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার কেফায়েতনগর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর বাবুল সরদারের শিশু পুত্র ইব্রাহিম (৬) গত রবিবার দুপুরে বাড়ি সংলগ্ন ইরি-বোরো ক্ষেতের পার্শ্বে একটি আরসি (কোমলপানির) বোতল পেয়ে আরসি ভেবে পান করে। মুহুর্তের মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পরে। মুমুর্ষ অবস্থায় প্রথমে তাকে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতে ইব্রাহিম মারা যায়।
ছোমেদ ভাট্টি
বরিশালের আগৈলঝাড়া উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টির চাচা আওয়ামীলীগ নেতা আব্দুস ছোমেদ ভাট্টি (৫০) লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত রবিবার সন্ধ্যায় উত্তর বাগধা গ্রামের নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…….রাজিউন)। তিনি স্ত্রী ২ পুত্র, ৪ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল সোমবার মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।