বরিশালের সাত যুদ্ধাপরাধীর বিরুদ্ধে তদন্ত শুরু

বিমান বন্দর থানা পুলিশ। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সহয়তায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তদন্তের কাজ শুরু করা হয়েছে।

তালিকাভুক্ত যুদ্ধাপরাধীরা হলো বাবুগঞ্জের লাকুটিয়া গ্রামের মৃত ইমান আলী মাস্টারের পুত্র রফিকুল ইসলাম, নগরীর শোলনা এলাকার মৃত আমজাদ আলী খানের পুত্র মুজাফ্ফর আহম্মদ, বিহঙ্গল এলাকার ইব্রাহীম মাঝির পুত্র আব্দুস সাত্তার, কাশীপুর ফিশারী রোডের আব্দুল করিম শেখের পুত্র শফিজ উদ্দিন শেখ, নগরীর ইছাকাটি এলাকার মৃত খলিলুর রহমানের পুত্র কাওসার আহম্মেদ, একই এলাকার মৃত সুফিয়া রহমান মাঝির পুত্র আলাউদ্দিন মাঝি ও সাইফুর রহমানের পুত্র আবুল বাশার মাঝি।

বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও তদন্তকারী কর্মকর্তা এনাম আহম্মেদ জানান, অতিসম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে সাতজনের একটি যুদ্ধাপরাধীর তালিকার তদন্তের জন্য বিমানবন্দর থানায় পাঠানো হয়। তালিকা পাওয়ার পর পরই সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহায়তায় তদন্তের কাজ শুরু করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।