আগৈলঝাড়ায় একটি পরিবারকে উচ্ছেদের চেষ্ঠা

এক মামলাবাজ কর্তৃক এক দিনমজুর পরিবারকে উচ্ছেদের জন্য মিথ্যে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রভাবশালী ও তার সহযোগীরা হামলা চালিয়ে অসহায় দিনমজুর পরিবারের চারজনকে আহত করেছে।

অভিযোগে জানা গেছে, ওই গ্রামের সুশীল হালদারের পৈত্রিক সম্পত্তি দখল করার জন্য দীর্ঘদিন থেকে একই বাড়ির প্রভাবশালী হরিগবিন্দ হালদার নানামূখী ষড়যন্ত্র শুরু করে আসছে। তারই ধারাবাহিকতায় কারনে অকারনে বিভিন্ন সময় হরিগবিন্দ ও তার পরিবারের লোকজনে সুশীল ও তার পরিবারের অন্যান্যদের ওপর হামলা চালিয়ে আহত করে। গত ২৩ জানুয়ারি হরিগবিন্দ তার লোকজন নিয়ে সুশীল ও তার পরিবারকে উচ্ছেদের জন্য তার (সুশীলের) সম্পত্তি দখল করতে আসে। এসময় তাদের বাঁধা দেয়ায় প্রভাবশালীরা হামলা চালিয়ে দিনমজুর সুশীল হালদার তার স্ত্রী শিল্পী রানী হালদার, স্কুল পড়–য়া কন্যা পাপড়ী হালদার ও পুত্র সুমন হালদারকে আহত করে। গুরুতর অবস্থায় সুশীল ও তার স্ত্রী শিল্পীকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও প্রভাবশালী হরি গবিন্দ হালদার বিভিন্ন সময় সুশীল ও তার পরিবারের সদস্যদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করে আসছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। প্রভাবশালী হরি গবিন্দর দায়ের করা মিথ্যে মামলা থেকে রেহাই পায়নি স্কুল ছাত্রী পাপড়ী হালদারও। প্রভাবশালী মামলাবাজদের কবল থেকে রেহাই পেতে  অসহায় দিনমজুর সুশীল হালদার প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।