যুবলীগ নেতার বিরুদ্ধে স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুস সামাদ আকন মুন্না’র বিরুদ্ধে বিদ্যালয়ের অর্ধ লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সরকারি ছুটির দিনে বিদ্যালয়ের গাছ কেটে নেয়ায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যুবলীগ নেতা আব্দুস সামাদ আকন মুন্না গতকাল শুক্রবার ভোরে গাছকাটা শ্রমিক নিয়ে ওই বিদ্যালয়ের বাউন্ডারির ভেতরে থাকা ২ টি রেন্ট্রি ও ২ টি চাম্বল গাছ কাটতে শুরু করে। দুপুর ১২ টার মধ্যে মাটি খুড়ে দু’টি রেন্ট্রি গাছ উপড়ে ফেলে কেটে  নিয়ে যায়। পরে তার শ্রমিক জাকির সরদার ও সুমন হাওলাদার চাম্বল গাছ কাটা শুরু করে। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি স্কুলের গাছ কেটে নেয়ায় এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম আহম্মেদ জানান, ছুটির দিনে কে গাছ কেটে নিয়েছে তা তিনি জনেন না। স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও যুবলীগ নেতা আব্দুস সামাদ আকন মুন্না  বলেন, তার পৈত্রিক  সম্পত্তির গাছ তিনি কেটে নিয়েছেন।