নগরীর র্গীজা মহল্লায় সন্ত্রাসী হামলা লুটপাট

রেডিও এন্ড ওয়াচ কোং প্রতিষ্ঠানে গতকাল শুক্রবার হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় বরিশাল কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।

জানা গেছে, জেলা পরিষদের মার্কেটের ১৭ নং স্টলে দীর্ঘ দিন ধরে ব্যাবসা পরিচালনা করে আসছিল নিউ ভাটিখানা এলাকার শাজাহান জোমাদ্দারের পুত্র জাহিদুল হাসান। পরবর্তীতে ১৮ নং স্টলটি আবদুল জব্বারের নিকট হতে ক্রয় করে জাহিদুল ব্যবসা করে আসছে। সেখানে ব্যবসা করার কিছুদিন পর জেলা পরিষদ তাকে নোটিশে জানায় আঠার নং স্টলটি অবৈধভাবে দখল করে রয়েছে। এজন্য ওই স্টলটি ছেড়ে দেয়ার জন্য তাকে নোটিশ প্রদান করা হয়। এরপর এই নোটিশের বিরুদ্ধে জাহিদুলের পিতা শাহজাহান জমাদ্দার আদালতে মোকাদ্দমা দায়ের করে। আদালতের সিদ্ধান্ত জাহিদুলের বিপক্ষে গেলে আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন দায়ের করে। যার সিভিল রিভিশন নং-৪৮৮৫/১০। হাইকোর্ট নিন্ম আদালতের আদেশ রদ করে ৬ মাসের জন্য স্থিতিবস্থা বজায়পূর্বক নিষেধাজ্ঞা জারী করে। এ পরিস্থিতিতে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মৃত লাল খানের পুত্র আনছার, হান্নান, মৃত করিম খানের পুত্র জব্বার খান এবং মিজানসহ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা জাহিদুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে নগদ ২০ হাজার টাকা লুটে নেয়। একই সঙ্গে ফ্লেক্সিলোডের ৮ হাজার টাকা ও ১০টি মোবাইল সেট লুট কার হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।