তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতে যেতে পারবে

বৃহস্পতিবার ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন নায়েবে আমিরুল মুজাহেদিন আলহাজ্ব মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। বাদ মাগরিব হালকায়ে জিকির ও বয়ান পেশ করের চরমোনাই পীরের খলিফা সেকান্দার আলী সিদ্দিকী। থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক এইচ এম ইকবাল হোসেন সহ অন্যান্য ওলামায়ে কেরামগম উপস্থিত ছিলেন। মাহফিলে আগত প্রধান অতিথি তার বয়ানে উল্লেখ করেন, বেশী বেশী আল্লাহর রাসুলের উপর পরলে মহব্বত বাড়ে। এবং কোন ব্যক্তিকে ভয় করা যাবেনা, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। মুমিনরা একমাত্র আল্লাহকে ভয় করে। নবীজির তরিকা ছাড়া যতই ঢোল বাদ্য বাজানো হোক না কেন বা হাজারো কষ্ঠ করলে কোন লাভ হবে না। তাদের স্তর হবে জাহান্নাম। তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে জান্নাতের আশা করা যায়। মান রব্বুকা, ওয়ামান দিনুকা, ওয়ামান নাবিঊকা। তিনি আরও উল্লেখ করেন গুনাহর কাজ থেকে ফিরিয়া আল্লাহ পাকের নেক আমল নিয়ে কবরে যাওয়ার নির্দেশ দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রঙ্গশ্রী ইউনিয়নের চেয়ারম্যান রুস্তুম আলী মোল্লা, আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুর রহমান মোল্লা, রোকনউজ্জামান ডাকুয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।