শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ছয় সহস্রাধিক

ব্যবধানে এ বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৬১ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী এ বছর ৭০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে। ইতোমধ্যে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে ৬২টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।

সূত্রমতে, গত বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ছিলো ৫৫ হাজার ৫৭৫ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৬ হাজার ২৫৩ জন। যার ফলে গত বছরের চেয়ে ৫টি কেন্দ্র বৃদ্ধি করে ৭০টি করা হয়েছে। আগামি ১ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৩০ হাজার ২৬৬ জন ছাত্র ও ৩১ হাজার ৫৬২ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করবে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০০১ সালে এসএসসিতে পরীক্ষার্থী ছিল ৫০ হাজার ৫৫৯ জন। ২০০২ সালে বেড়ে দাঁড়ায় ৬২ হাজার ৭২৬ জনে। ২০০৩ সালে পরীক্ষার্থী ছিল ৬৩ হাজার ৭৫৭ জন। ২০০৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কম হলেও ২০০৫ সাল থেকে আবার বেড়ে যায়। ২০০৪ সালে পরীক্ষার্থী ছিল ৫১ হাজার ৭৭০ জন, ২০০৫ সালে ছিল ৫২ হাজার ৯৫১ জন, ২০০৬ সালে ৫৬ হাজার ৮৫০ জন। ২০০৭ সালে আবার কিছু পরীক্ষার্থী কমে যায়। ওই বছর পরীক্ষার্থী ছিল ৫১ হাজার ৫৯১ জন। ২০০৮ সালে পরীক্ষার্থী ছিল ৪৯ হাজার ১৪১ জন এবং ২০০৯ সালে ৪৮ হাজার ৮০৮ জন।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. বিমল কৃষ্ণ মজুমদার জানান, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে পরীক্ষার পূর্বে সভা করার কারনে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০০৮ ও ২০০৯ সালে সবচেয়ে কম পরীক্ষার্থী থাকার বিষয়ে তিনি জানান, সিডর ও আইলার প্রভাবে ওই দ’বছরে পরীক্ষার্থীর সংখ্যা কম ছিলো।