মিষ্টির স্বাদ মেটাতে বখাটেদের মামলা

উল্টো মামলা দিয়ে মিষ্টির স্বাদ মেটানোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার চরদিয়াশুর গ্রামের।

জানা গেছে, গত ৭ জানুয়ারি বিকেলে দাবিকৃত মিষ্টির টাকা না পেয়ে বরযাত্রীদের ওপর হামলা চালিয়ে বর-কনেসহ ২০জনকে আহত করে চরদিয়াশুর গ্রামের কতিপয় বখাটে যুবকেরা। ওইসময় স্থানীয় ইউপি সদস্য হাবিব প্যাদার নেতৃত্বে বখাটেরা হামলা চালিয়ে বরযাত্রীবাহি দুটি গাড়ি ও পালকি ভাংচুর করা হয়। এ ঘটনায় বরের মামা তাঁরাকুপি গ্রামের আব্দুল মালেক সরদার বাদি হয়ে ৮ জানুয়ারি ১৫ জনকে আসামি করে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি কালাম প্যাদাকে গ্রেফতার করে।

মামলার বাদি আব্দুল মালেক অভিযোগ করে জানান, আসামিরা ওই মামলা থেকে রেহাই পেতে গত ১১ জানুয়ারি বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে বর তাঁরাকুপি গ্রামের আনোয়ার শিকদার, কনের বাবা চরদিয়াশুর গ্রামের মন্নান হাওলাদার, ঘটক ইদ্রিস হাওলাদারসহ ১৩ জনকে আসামি করে চাঁদাদাবি ও লুটপাটের অভিযোগ এনে একটি মামলা দায়ের করে। মামলার বাদি হয়েছেন বর-কনেদের ওপর হামলা ও ভাংচুর মামলার আসামি শাহজাহান প্যাদার স্ত্রী মালেকা বেগম। গতকাল শনিবার মামলা দায়েরের খবর জানাজানি হলে বর ও কনে পক্ষের লোকজনের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আসামি পক্ষের দায়ের করা পাল্টা চাঁদা দাবি ও ভাংচুরের নাটকীয় মামলা দায়েরের খবরে এলাকাবাসির মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।