দু’উপজেলার চার বাড়িতে ডাকাতি

ও উজিরপুর উপজেলার শোলক গ্রামে আওয়ামীলীগ নেতাসহ দুই বাড়িতে  শুক্রবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। সশস্ত্র ডাকাতরা নগদ অর্থ, স্বর্ণালংকার, মূল্যবান মালামালসহ প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতরা কুপিয়ে ও পিটিয়ে গৃহকর্তাসহ কমপক্ষে ১০ জনকে আহত করে। গুরুতর আহত ৪ জনকে গৌরনদী ও উজিরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাত কবলিত পরিবার সূত্রে জানা গেছে, ১০/১৫ জনের মুখোশপরা সশস্ত্র ডাকাতদল ওইদিন রাত ১টার দিকে মাহিলাড়া গ্রামের ব্র“নাই প্রবাসী মিলন সরদারের একতলা দালানের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ১৫ হাজার টাকা, ৩ ভরি স্বর্নালংকার, ৩ টি মোবাইল ফোন, বিদেশী ২টি টর্চ লাইটসহ ২ লক্ষাধিক টাকাার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতের হামলায় প্রবাসীর পিতা সেকান্দার সরদার আহত হয়। একইদিন রাত দেড়টার দিকে ওই গ্রামের আব্দুল হাকিম সরদারের ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দল ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, ১ ভরি স্বর্নালংকারসহ ১ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা গৃহকর্ত্রী আলেয়া বেগম তার পুত্র কালাম সরদার, শাহিন সরদারকে কুপিয়ে  আহত করে। গুরুতর আহত সেকান্দার সরদার, আলেয়া বেগম ও কালাম সরদারকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শনিবার সকালে গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম ও বরিশাল র‌্যাব-৮’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

একদিন রাত আড়াইটার দিকে উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক শংকর লাল দাস ও ব্যবসায়ী শ্যামল দাসের বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। শংকর লাল দাসের ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এসময় ডাকাতদের হামলায় আওয়ামীলীগ নেতা শংকর দাস তার কন্যা মিতু দাস, মেয়ে জামাতা তপন দাসসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। একইদিন একই গ্রামের ব্যবসায়ী শ্যামল চন্দ্র দাসের বসত ঘরের দরজা ভেঙ্গে ডাকাতরা প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা কুপিয়ে জখম করে গৃহকর্তা শ্যামল দাসকে। মুমুর্ষ অবস্থায় ওই রাতেই তাকে উজিরপুর হাসাপাতালে ভর্তি করা হয়। উজিরপুর থানা পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।