বিগত চারদলীয় জোট সরকারের শাসনামলে জোট ক্যাডাররা আওয়ামীলীগের ২১ হাজার নেতা-কর্মীকে হত্যা করেছে। স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় দীর্ঘ ৩৪ বছর পর জাতি কলংকমুক্ত হয়েছে। সকল ষড়যন্ত্রকে নৎসাত করে ইনশআল্লাহ জাতীয় চার নেতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাংলার মাটিতেই কার্যকর করা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ উল্লেখিত কথাগুলো বলেছেন।
আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান। বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, রাজু আহম্মেদ হারুন, আকবর হোসেন ফারুক, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস প্রমুখ।