বাকেরগঞ্জে এ.আর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা

খেলা অনুষ্ঠিত হয়েছে। এ.আর যুব সংঘ আয়োজিত টুর্নামেন্টে দাওকাঠী আকাশ ছোয়া ভালোবাসা একাদশ বাকেরগঞ্জ কলেজ পাড়া নাইট রাইডার্সকে চার উইকেটে পরাজিত করে। শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ নিজামুল কাদিরের সভাপতিত্বে পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রঙ্গশ্রী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বিশেষ অতিথি ছিলেন জীবন বীমা কর্পোরেশনের সাধারন সম্পাদক পংকজ কুমার দাস। এ.আর যুব সংঘের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির ও সাধারন সম্পাদক মেহেদী হাসান শামীমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এ্যাড এন্ড পাবলিসিটির চেয়ারম্যান ও রঙ্গশ্রী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এম. এ রহমান, জীবন বীমা কর্পোরেশনের সহকারী ম্যানেজার গোলাম ফারুক টিপু, স্বেচ্ছাসেবকলীগ নেতা বশির উদ্দিন, জাতীয় পার্টি নেতা মোঃ আলম ভূইয়া, কুদ্দুসুর রহমান মন্টু, হারুন-অর-রশিদ হাওলাদার, আওয়ামীলীগ নেতা আব্দুর রব বাবুল, তপন নাথ, প্রেসক্লাব সাধারন সম্পাদক দানিসুর রহমান লিমন, যুবলীগ নেতা কামরুজ্জামান চুন্নু, এনায়েত হোসেন, এম. এ কাইয়ুম, কলেজ ছাত্রলীগ আহ্বায়ক সাইফুর রহমান শাহান, ছাত্রলীগ নেতা খান আবুল কালাম, মনিরুজ্জামান দানিস প্রমুখ। খেলায় আকাশ ছোয়া ভালোবাসা একাদশের জসিম ম্যান অফ দ্যা ম্যাচ ও কলেজ পাড়া নাইট রাইডার্সের ফজল ম্যান অফ দ্যা সিরিজ নির্র্বাচিত হয়। খেলায় অ্যাম্পেয়ারের দায়িত্ব পালন করেন মাইনুল ইসলাম সোহাগ ও খন্দকার মোঃ সুমন।