সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ী নিহত

এলাকায় গতকাল রবিবার ভোর সাড়ে চারটায় নিয়ন্ত্রন হারিয়ে একটি মাছবাহী পিকআপ দূর্ঘটনার স্বীকার হয়। মর্মান্তিক এ দূর্ঘটনায় গুরুতর আহত পিকআপ যাত্রী ও মাছ ব্যবসায়ী ঝন্টু মন্ডল চিকিৎসাধীণ অবস্থায় ওইদিন দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক এস.আই মোঃ মিজানুর রহমান জানান, উজিরপুরের হারতা বাজার থেকে পিকআপ (ঢাকা-মেট্রো-ন-১৪-৭৭৪৯) মাছ বোঝাই করে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে মহাসড়কের গৌরনদীর কটকস্থল বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলেন। এসময় মহাসড়কের পাশ্ববর্তী গাছের সাথে পিকআপটির স্ব-জোরে ধাক্কা লেগে সম্মুখ ভাগ দুমরে মুচরে যায়। এতে পিকআপ যাত্রী ও মাছ ব্যবসায়ী ঝন্টু লাল মন্ডল (২৫) গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দুপুর দেড়টায় সে মারা যায়। নিহত ঝন্টু মন্ডলের বাড়ি মাদারীপুর সদরের পূর্ব রাস্তি গ্রামে। সে ওই গ্রামের ননী গোপাল মন্ডলের পুত্র। পুলিশ দূর্ঘটনাকবলিত পিকআপটিকে উদ্ধার করেছে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়।