উৎফল্ল বরিশালের বিনিয়োগকারীরা

পুঁজি বাজারে রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে তেজিভাব অব্যাহত থাকায় বরিশালের বিনিয়োগকারীদের মাঝে উৎফুল্ল ভাব বিরাজ করছে। অধিকাংশ বিনিয়োগকারীদের মাঝে হতাশার ছাপ কাটিয়ে হাসি ফুটছে। এখানকার বিনিয়োগকারীরা পুরনো হতাশা ভুলে নতুন উদ্যমে বিনিয়োগে আগ্রহী হতে দেখা গেছে। জেলার অধিকাংশ বিনিয়োগকারীরা লোকসান কাটাতে নতুন করে শেয়ার কিনে সমন্বয় করছেন। জেলার সিকিউরিটিজ হাউজগুলো মার্জিন লোন না দেয়ায় স্ব স্ব হাউজের বিনিয়োগকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

এদিকে সিরামিকস খাতে আরকে সিরামিকস ভালো ডিভিডেন্ট ঘোষনা দেয়ায় এ কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ বাড়ছে স্থানীয় বিনিয়োগকারীদের। গতকাল বিনিয়োগকারীরা এ কোম্পানির শেয়ারের প্রতি ঝুঁকে পড়ছেন। এ কারনে এ কোম্পানির শেয়ারের দর বাড়তে পারে।

বিনিয়োগকারীরা বলেন,আরকে সিরামিকস একটি ভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি। তাই সাধারন ভাবে এ শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ একটু বেশি। এতদিন বিনিয়োগকারীরা যে লোকসানের সম্মুখীন হয়েছিলেন তা কাটিয়ে উঠতে পারবেন।

বিনিয়োগকারী মাহামুদ হোসাইন বলেন, বাজার পরিস্থিতি স্থিতিশীল। তবে ধীরে ধীরে বিনিয়োগকারীদের মাঝে আতংক কাটিয়ে উঠতে শুরু করছে। ফলে বিনিয়োগকারীরা হাউজ মুখী হচ্ছে। তাছাড়া বাজার স্বাভাবিক থাকায় বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগ শুরু করছে।

ক্ষুদ্র বিনিয়োগকারী ইব্রাহিম মোল্লা বলেন, বাজার ভালো। তবে বাজার নিয়ে আমাদের মাঝে যে আস্থাহীনতা ছিল তা কেটে যাচ্ছে। আশা করি সামনের কার্যদিবস গুলোতে চাঙ্গাভাব অব্যাহত থাকবে।

ন্যুভেল সিকিউরিটিজের বরিশাল শাখার নিবার্হী পরিচালক মোঃ মোস্তফা বলেন বাজার কিছুটা হলেও ভালোরদিকে কিন্তু এখনো অধিকাংশ বিনিয়োগকারীদের মাঝে কেনা দামে শেয়ার মূল্য হয়নি বলে বিক্রি করতে পারছেন না।