বরিশালে পুলিশ পরিচয়ে ডাকাতি

বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, বিএম কলেজের সাবেক ভিপি ও র‌্যাবের ক্রসফায়ারে নিহত মশিউল আলম সেন্টুর কাউনিয়ার বাসায় রবিবার গভীর রাতে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। পুলিশের পোষাক পরিহিত সংঘবদ্ধ ডাকাতরা নগদ দেড়লক্ষাধিক টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গতকাল সোমবার সকালে বরিশাল র‌্যাব-৮’র একটি বিশেষ দল, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য ও কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিক হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মশিউল ইসলাম সেন্টুর মা মমতাজ বেগম জানান, রবিবার রাত আড়াইটার দিকে পুলিশের পরিচয় দিয়ে তাদের দরজা খুলতে বলেন। দরজা খোলার সাথে সাথে পুলিশের পোষাক পরিহিত ও ওয়ারলেন্স হাতে মুখোশপড়া ৪ জনে তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন। অন্যান্য মুখোশপড়া ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে নগদ দেড়লক্ষ টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, মুল্যবান মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয়। এ ঘটনায় মমতাজ বেগম বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও উল্লেখ করেন।