জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুল প্রাঙ্গনে বনভোজনের জন্য আজ বুধবার তারিখ নির্ধারন করেন। সেমতে স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে গত ১৫ দিন আগ থেকে ৫০ টাকা করে চাঁদা তোলেন। গতকাল মঙ্গলবার টরকীর হাট থেকে বনভোজনের বাজারসহ অন্যান্য সামগ্রী ক্রয় করার কথাছিলো। এরই মধ্যে গত সোমবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা স্কুল লাইব্রেরীর তালা ভেঙ্গে প্রবেশ করে ষ্টীলের আলমিরার ভেঙ্গে বনভোজনের সাড়ে সাত হাজার টাকাসহ প্রায় দশ হাজার টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরি করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা লাইব্রেরী ও আলমিরার তালা ভাঙ্গা দেখে পুলিশকে খবর দেয়। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পরলে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা স্কুল প্রাঙ্গনে ভীড় করে।
দিনমজুর ফাহিমা বেগমের মতো অনেক অভিভাবকরাই তাদের সন্তানদের বায়না পূরনের জন্য কষ্ট করে বনভোজনের টাকা জমা দেয়।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপু রানী সরকার জানান, প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থীর অভিভাবকরা অসচ্ছল হওয়ায় দু’বার বনভোজনের তারিখ নির্ধারন করে ব্যর্থ হতে হয়েছে। সর্বশেষ আজ বুধবার বনভোজনের তারিখ নির্ধারন করা হয়েছিলো। এরইমধ্যে বিদ্যালয়ে চুরি সংঘঠিত হওয়ায় বনভোজনের সমূদয় টাকাসহ স্কুলের মূল্যবান কাগজপত্র চুরি হওয়ায় বনভোজনের সকল আয়োজন ভন্ডল হয়ে গেছে। বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম মিয়া জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। গৌরনদী থানার ওসি (চলতি দায়িত্বে) মোঃ শাহজাহান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে একটি সাধারন ডায়েরী করা হয়েছে।