গৌরনদী থানার ওসির শান্তি সভা

গৌরনদী উপজেলার বড়দুলালী, বাঘমারা ও বার্থী গ্রামের ২০ টি ব্লকের কৃষকদের নিয়ে গতকাল সোমবার রাতে এক শান্তি সভার আয়োজন করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম।

ওসির উদ্যোগে বার্থী ক্লাবে গতকাল সোমবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত শান্তি সভায় ওই তিনগ্রামের শত শত কৃষকেরা উপস্থিত ছিলেন। এ সময় ওসি নুরুল ইসলাম তিনগ্রামের বিবদমান কৃষকদের সাথে আলাপ-আলোচনা করে শান্তিপূর্ণ ভাবে ইরি-ব্লক অব্যাহত রাখার আহবান করেন। শান্তি সভায় উপস্থিত বড়দুলালী গ্রামের প্রবীণ কৃষক বছির খান (৬৫) বলেন, জীবনে অনেক ওসি দেখেছি। এমন ওসি কোনদিনই দেহি নায়। যে কিনা কৃষকগো সমস্যার কথা হুইন্না হ্যার সকল কাজ হালাইয়া (ফালাইয়া) থুইয়া বিবদমান তিন গ্রামের কৃষকগো লইয়া শান্তি সভার আয়োজন করেছে। তাও আবার ঘন্টার পর ঘন্টা কৃষগো হক্কল কতা হুইন্না হেইয়ার সমাধান কইরাও দিয়া গ্যাছেন। আল্লায় ওনারে (ওসিরে) অনেকদিন বাঁচাইয়া রাখুক। এককথা শুধু বছির খানেরই নয় একইভাবে জানালেন শান্তি সভায় উপস্থিত একাধিক কৃষকেরা।

স্থানীয় সমাজসেবক শাহজাহান প্যাদার সভাপতিত্বে শান্তি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, অনলাইন দৈনিক গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ, তরুন সমাজসেবক এনামুল হক, জলিল খান, ওহাব আলী খান, সমাজ সেবক মজিদ হাওলাদার, সিরাজ লস্কর প্রমুখ।