কালকিনিতে সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

যোগদানের পর থেকেই অনিয়মতান্ত্রিকভাবে অফিসে উপস্থিত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায়ই তিনি ঢাকায় যাওয়ার নাম করে অফিসে অনুপস্থিত থাকেন। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় পৌর কার্যালয়ে গিয়ে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়।

পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, রেজাউর রহমান কালকিনি পৌরসভায় ২০১০সালের ১নভেম্বর সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। সচিব না থাকায় বর্তমানে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত সচিব হিসেবেও নিযুক্ত রয়েছেন। যোগদানের পর থেকেই তিনি নিয়মিত পৌর কার্যালয়ে আসেন না। একক আধিপত্য বিস্তার করে তিনি খেয়ালখুশিমত অফিসে যাতায়াত করে থাকেন। তার বাসা ঢাকায় থাকায় প্রত্যেক সপ্তাহে সেখানে যাওয়া-আসা করায় তিনি মাসে ১০থেকে ১২দিনের বেশী উপস্থিত থাকতে পারেন না। এতে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে এবং বর্তমানে পৌর এলাকায় ৭৩টি প্রকল্পের কাজও সঠিকভাবে তদারকি করা হচ্ছে না। তার এ অনিয়মের ব্যাপারে কেউ কথা বললে রোষানলে পড়তে হয় বলে একাধিক কর্মচারী জানিয়েছেন।

মঙ্গলবার বেলা ১২টার সময় সহকারী প্রকৌশলী রেজাউর রহমান উপস্থিত না থাকায় তিনি ছুটিতে আছেন কি-না হিসাবরক্ষক রণজিৎ কুমার সরকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সহকারী প্রকৌশলীর অফিসের ছুটির ব্যাপারে একমাত্র মেয়রই জানেন। এ ব্যাপারে আমার কিছুই জানা নেই’।

অনিয়মতান্ত্রিকভাবে পৌরসভায় অফিস করার ব্যাপারে সহকারী প্রকৌশলী রেজাউর রহমান বলেন, ‘ মেয়রের কাছে বলে আমি এখন ঢাকায় আছি।’

যোগযোগ করা হলে মেয়র  (ভারপ্রাপ্ত) নুরে আলম চৌকিদার বলেন, ‘তাকে ছুটি দেয়া হয়নি বা কোথাও যাওয়ার জন্যও বলা হয়নি। কেন সে (সহকারী প্রকৌশলী) অফিসে আসেনি তাও আমি বলতে পারবো না।’