বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন

৪৯টি মনোনয়নপত্র। প্রার্থীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ সমর্থীত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনয়ন না পেয়ে অ্যাড. দেলোয়ার হোসেন দিলু স্বতন্ত্র প্রার্থী হিসাবে সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এর আগে গত সোমবার এই ২৪টি পদের বিপরীতে ৫০টি মনোনয়নপত্র উত্তোলন করে প্রার্থীরা।

সংম্লিস্ট সূত্রে জানা গেছে, ১টি সভাপতি পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. মোঃ গিয়াস উদ্দিন কাবুল ও চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. মোঃ আব্দুর রহিম খান বাদশাহ। সহ-সভাপতি ২টি পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. জিকে চ্যাটার্জী ও এ্যাড. আবুল কালাম আজাদ (৪)। চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. মোঃ ফিরোজ হাওলাদার ও অ্যাড. আনোয়ারা বেগম।

১টি সম্পাদক পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. লস্কর নুরুল হক, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. মোঃ আবুল কালাম আজাদ (১) ও স্বতন্ত্র প্রার্থী অ্যাড. মোঃ দেলোয়ার হোসেন দিলু।

১টি অর্থ সম্পাদক পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. মোঃ মামুন-অর-রশিদ, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. শেখ হুমায়ন কবির মাসউদ। ২টি যুগ্ম-সম্পাদক পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. বশির আহমেদ সবুজ ও অ্যাড. মোঃ কাইউম খান কায়সার, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. আখতার হোসেন তালুকদার মেবুল ও অ্যাড. এসএম শওকত জাহাঙ্গীর।

৪টি কার্যকরী কমিটির নির্বাহী সদস্য পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. উম্মে আসমা শেলী, অ্যাড. মিজানুর রহমান টিটু, অ্যাড. মোঃ রফিকুল ইসলাম, অ্যাড. একেএম আরিফুর রহমান খান এবং চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. মোঃ মোক্তার হোসেন সরদার, অ্যাড. মোঃ সাইফুল আলম চাঁন, অ্যাড. সেলিনা পারভীন সেতু, অ্যাড. মোঃ ইব্রাহিম খলিল তালুকদার।

৩টি লাইব্রেরী উপ-পরিষদের পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. শাহ বাহাউদ্দিন আহম্মেদ খসরু,অ্যাড. মোঃ নিয়াজ মাহমুদ খান, অ্যাড. শহীদ আকতার খান বাবুল, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. মোঃ তরিকুল ইসলাম, অ্যাড. মোঃ হুমাউন কবির (১), অ্যাড. শেখ মেহেদি হাসান শাহিন।

৫টি নির্বাচন উপ পরিষদের পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. সবুর আহম্মেদ, অ্যাড. মজিবর রহমান (২), অ্যাড. ভানু রঞ্জন দাস, অ্যাড. মোঃ বাহাদুর শাহ, অ্যাড. মোঃ ফিরোজ মাহমুদ খান, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. সৈয়দ মাসুম মিয়া রেজা, অ্যাড. আবুল কালাম আজাদ ইমন, অ্যাড. মোঃ মোকলেছুর রহমান বাচ্চু, অ্যাড. মোঃ হুমাউন কবির খান (২), অ্যাড. সুলতান আহম্মেদ খান।

৫টি ভিজিল্যান্ড উপ-পরিষদ সদস্য পদের বিপরীতে সম্মিলিত আইনজীবী পরিষদের অ্যাড. মোঃ সামসুদ্দিন, অ্যাড. তোফাজ্জল হক চৌধুরী খোকা, অ্যাড. আবুল কাসেম মিয়া, অ্যাড. দীপক লাল দত্ত, অ্যাড. সৈয়দ ওবায়েদ উল্লাহ, চারদলীয় আইনজীবী ঐক্য পরিষদের অ্যাড. আবদুল ওহাব, অ্যাড. আঃ খালেক মোল্লা, অ্যাড. জাহিদুর রহমান, অ্যাড. একে সোবাহান হাওলাদার, অ্যাড. আঃ মান্নান মৃধা। উল্লেখ্য বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রদান করা হবে।