মাদারীপুরে নিষিদ্ধ গাইড বইয়ে বাজার সয়লব!

প্রায় শতাধিক লাইব্রেরীতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন শ্রেণীর একাধিক কোম্পানীর নিষিদ্ধ গাইড বই। প্রশাসনের সংশ্লিষ্টরা বিষয়টি জেনেও না জানার ভ্যান করছেন বলে অভিযোগ উঠেছে।


সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মুখস্ত বিদ্যা পরিহার করে সৃজন ও মননশীল মেধা বিকাশে গত বছর সরকার ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী প্রর্যন্ত সকল প্রকার নোট ও গাইড বই নিষিদ্ধ করে বিক্রি বন্ধ করে দেয়। কিন্তু ২০১১ইং শিক্ষাবর্ষে এখনো জেলা বা উপজেলা প্রশাসন থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় ঝামেলাহীনভাবেই লাইব্রেরীয়ানরা শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দিচ্ছেন। ‘গাইড বই অবৈধ’ এ অজুহাত দিয়ে বিক্রেতারা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।