বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ঢাকার হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বকাপ ট্রফি গোপনে নিয়ে যাওয়া হয় হিরো হোন্ডার স্থানীয় ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশের কার্যালয়ে। হয়তো সেখানেই রাখা হয়েছে সোনা দিয়ে মোড়ানো ICC World Cup Trofyবিশ্ব ক্রিকেটের সবচেয়ে মূল্যবান ট্রফিটি। হিরো হোন্ডার সংবাদ বিজ্ঞপ্তি সেটাই প্রমাণ করে। বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় ট্রফি নিয়ে ঢাকায় রোড’শো শুরু হবে। সাড়ে দশটা নাগাদ রামপুরাস্থ বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ে গিয়ে পৌঁছাবে বিশ্বকাপ ট্রফি। দুপুর ১২টা পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আকর্ষণ হয়ে থাকবে ক্রিকেট বিশ্বের মূল্যবান কাপটি। সাড়ে বারোটা নাগাদ পুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা রয়েছে তা। সেখান থেকে কাপ নিয়ে রোড’শো রওয়ানা হবে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামের উদ্দেশ্যে, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে। পুরষ্কার বিতরণীতে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠান শেষে বিসিএস কম্পিউটার সিটিতে নেওয়া হবে এ ট্রফি। দর্শকদের জন্য কাপ দেখার এবং ছবি তোলার সুযোগ থাকবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। এরপর বিসিবির কাছে বিশ্বকাপ ট্রফি হস্তান্তর করবে হিরো হোন্ডা।