আগৈলঝাড়ায় সংঘর্ষে ১৫ জন আহত

লোকজনে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে ভাবীসহ ১০ জনকে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতসূত্রে জানা গেছে, ওই গ্রামের সৌদি প্রবাসী ছালাম মৃধার সম্পত্তি ও বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাতের জন্য স্ত্রী হনুফা বেগমকে দেবর কালাম মৃধা নানা ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি দিয়ে আসছিল। গতকাল সকালে জমি দখলের উদেশ্যে দেবর কালাম ও তার ভাড়াটিয়া ১০/১২ জন মিলে হনুফা বেগমকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য হামলা চালায়। হামলায় হনুফা বেগম (৩৫), মেয়ে ছালমা আক্তার (১৩), মুন্নী খানম (১০), ছেলে আরমান (৭), শাশুরি নুরজাহান বেগম (৫০), চাচা শশুড় আনোয়ার মৃধা (৬৫), চাচাত দেবর বাবু মৃধা (২২), সুমন মৃধা (৩৫), জাঁ পারভীন বেগম (৪০) ও তার ছেলে আকাশ (৮) গুরুতর জখম হয়। এব্যাপারে হনুফা বেগম বাদি হয়ে কালাম মৃধা, ইউনুস মৃধা, ইমামুল মৃধাসহ ১০জনকে আসামি করে ওই দিনই আগৈলঝাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। একই দিনে উপজেলার কালুরপাড় গ্রামে ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা রবীন বিশ্বাস ও জগদীশ বিশ্বাসের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ঊষা বিশ্বাস, লাবণী সরকার, পপি বিশ্বাসসহ ৫জন আহত হয়েছে। আহত ঊষা বিশ্বাস ও লাবণী সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।