বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীণ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, গৌরনদী উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান, ভাইসচেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সৈয়দা মনিরুন নাহার মেরী। সম্মেলনে সর্বসম্মতিক্রমে রাজ্জাক হাওলাদারকে সভাপতি ও শাহজাহান প্যাদাকে সাধারন সম্পাদক ও আলম মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।