আড়িয়াল খাঁয় ইলিশ না পেয়ে জেলেরা হতাশ

Ilishধরে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়লেও আড়িয়াল খাঁয় ব্যতিক্রম। জালে ইলিশ ধরা না পরায় আড়িয়াল খাঁর তীরবর্তী মাদারীপুরের কালকিনিতে জেলেরা হতাশ হয়ে পড়েছে। নিজেদের পুঁজি, এনজিও ঋণ ও দাদন ব্যবসায়িদের নিকট থেকে চড়া সুদে টাকা এনে নৌকা ও জাল কিনে আড়িয়াল খাঁয় মাছ ধরতে গিয়ে ইলিশ জালে না ওঠায় বেকায়দায় পড়েছে উপজেলার প্রায় ১০ হাজার জেলে।

জেলেদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার বাশগাড়ি, এনায়েত নগর, লক্ষীপুর, সিডিখান, শাহেবরামপুর, রমজানপুর ইউপির নদী তীরবর্তী এলাকাগুলোতে শ’শ’ জেলে আড়িয়াল খাঁর বিভিন্ন পয়েন্টে মাছের বিচরণ ক্ষেত্রে সরকার ঝাটকা ধরা নিষিদ্ধ করলে দীর্ঘদিন অলস থাকলেও কিছু অসাধু জেলে জাটকা নিধন করায় এখন ইলিশ শূণ্য হয়ে পড়েছে। জাল ফেলে মাছ আটকা না পড়ায় জেলেরা হতাশ হয়ে পড়ছে। কিছু ইলিশ জালে আটকা পরলেও তা বরিশালের আড়তদারদের নিকট বিক্রি করতে হয়। কারন হিসেবে কয়েকজন জেলে জানায়, আড়তদারদের কাছ থেকে জাটকা ধরা নিষিদ্ধের সময়ে টাকা এনে সংসার চালিয়েছে এবং অনেকে জাল ও নৌকা কিনেছে। বর্তমানে উপজেলার হাট-বাজারগুলোতে ইলিশ মাছ উঠছেনা বললেই চলে।