বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক প্রবীণ ব্যবসায়ীর পরিবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন। মুমুর্ষ অবস্থায় ওই পরিবারের সদস্যদের গতকাল বুধবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
জানা গেছে, ওই এলাকার কানাই লাল সমদ্দারের স্ত্রী কল্পনা রানী সমদ্দারকে (৫০) গত মঙ্গলবার বিকেলে ধর্ম মা ডেকে অজ্ঞাতনামা এক যুবতী তাদের বাড়িতে আশ্রয় নেয়। রাতে অজ্ঞানপার্টির সদস্যা ওই যুবতী খাবারের সাথে অচেতনাশক দ্রব্য খাইয়ে গৃহকর্তা কানাই লাল সমদ্দার (৫৫) ও তার স্ত্রী কল্পনা রানী সমদ্দারকে (৫০) অজ্ঞান করে নগদ টাকা, স্বর্নালংঙ্কারসহ ঘরের মূল্যবান মালামাল নিয়ে যায়। বাড়ির লোকজনে গতকাল বুধবার ভোরে অচেতন অবস্থায় কানাই ও তার স্ত্রী কল্পনা সমাদ্দারকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।