বরিশালে টেলিভিশন দেখাকে কেন্দ্র করে!

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ইলেকট্রনিকস্ ৩য় বর্ষের শ্রেনী কক্ষে এ ঘটনা ঘটে। কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ক্যাম্পাস সূত্র জানা গেছে, ইলেকট্রনিকস ৩য় বর্ষের ৫ম পর্বে ছাত্র মিনাল চন্দ্র সুজন এবং ৩য় পর্বের ছাত্র আরিফুর রহমান নগরীর বটতলার এলাকার জমিদার বাড়ি নামক মেসের একই রুমে বাস করে। বুধবার দিবাগত রাত ২টার দিকে টেলিভিশন চালু করে আরিফুর রহমান। এসময় টেলিভিশন বন্ধ করতে বলে মিনাল। আরিফুর তার কথা না শুনলে মিনাল আরিফুরকে বটি দিয়ে কোপাতে যায়। এসময় অন্যান্য ছাত্রদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনার জের ধরে সকালে ইলেকট্রনিকস্ ৫ম পর্বের ক্লাস চলাকালীন সময় আরিফুর তার সহযোগি মামুন ও ফাহাদসহ ৪/৫জনকে নিয়ে শ্রেনী কক্ষে ঢুকে মিনালকে মারধর করে। এ ঘটনা ছড়িয়ে পরলে ক্যাম্পাস উত্যপ্ত হয়ে উঠে। খবর পেয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত শান্ত করেন। এসময় মিনাল ও আরিফুরকে পুলিশ আটক করে। পরবর্তীতে ইলেকট্রনিকস্ বিভাগের বিভাগীয় প্রধান পলি রানী দাস মুচলেকা দিয়ে পুলিশের কাছ থেকে ওই দুই ছাত্রকে ছাড়িয়ে রাখেন।