যাত্রীদের চরম দুর্ভোগ ॥ তিনদিনেও বাস ধর্মঘট প্রত্যাহার হয়নি

থেকে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পরেছেন প্রতিদিন বিভাগীয় ও জেলা শহরমুখী গৌরনদী ও আগৈলঝাড়ার হাজার-হাজার যাত্রীসহ গৌরনদী থেকে ঢাকাগামী যাত্রীরা।


এ দু’উপজেলা থেকে বরিশাল শহরে চাকুরীরত ব্যক্তিরা প্রতিদিন বাড়ি থেকে কর্মস্থলে গিয়ে কাজ করে আবার রাতে বাড়িতে ফিরতেন। গত তিনদিন ধরে বাস ধর্মঘটের কারনে তাদের কর্মস্থলে যোগদান করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাতায়াত করতেও সাধারন রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় বসে কথা হয় আগৈলঝাড়া নগরবাড়ি গ্রামের সাইদুর রহমানের সাথে। তিনি বলেন, গত সোমবার তার ভাইয়ের ছেলে অসুস্থ্য হয়ে বরিশাল হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার থেকে বাস ধর্মঘটের কারনে তারা এখনো কেউ বরিশাল হাসপাতালে যেতে পারেননি। ভাড়ায়চালিত মটরসাইকেলযোগে তিনি ও তার পরিবারের লোকজন আগৈলঝাড়া থেকে গৌরনদীতে এসেছেন বিকল্পভাবে বরিশাল যাওয়ার জন্য। দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা কোন বিকল্প ব্যবস্থা না পেয়ে আবার আগৈলঝাড়ার উদ্দেশ্যে যেতে বাধ্য হয়েছেন।

বিকল্প ব্যবস্থা হিসেবে গৌরনদীর ভূরঘাটা থেকে বরিশাল পর্যন্ত টেম্পু ও মাহেন্দ্র চলাচল করলেও বাসের ৩৫ টাকার ভাড়ার স্থলে বিকল্প টেম্পু ও মাহেন্দ্রতে ভাড়া হাঁকা হয়েছে ১ থেকে দেড়’শ টাকা। যাত্রীর তুলনায় বিকল্প টেম্পু ও মাহেন্দ্রর সংখ্যা একেবারেই কম। তাই যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।