তিনি আরো বলেন, বরিশালেই হবে বিএনপির শক্ত ঘাঁটি। সে লক্ষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করার জন্যও আহবান করেন। যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর মোয়াজ্জেম হোসেন আলাল গতকাল বুধবার প্রথম তার নিজ জন্মভূমি বরিশালের উদ্দেশ্যে সড়ক পথে রওয়ানা হন। বিকেল চারটার দিকে জেলার সীমান্তবর্তী গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসষ্ঠ্যান্ড থেকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা প্রায় শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি করে তাকে (আলালকে) অভ্যর্থনা জানায়। গৌরনদী বাসষ্ঠ্যান্ডস্থ দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভায় বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদল নেতা সফিকুর রহমান শরীফ স্বপন, জামাল হাওলাদার, মাসুদ হাসান মিঠু, নান্না খান, রফিক চোকদার, গোলাম মোর্শেদ মাসুদ, ফিরোজ ফকির, মাসুদ হাওলাদার, সানাউল্লাহ খান, আল-মামুন খান, আরিফ হোসেন ফিরোজ, মাকসুদ আলম তালুকদার, কামরুল ইসলাম জুয়েল, কাজী সেলিম, অপু গাজী, রবিক গাজী, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ উদ্দিন ভূইয়া, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজ, প্রমুখ।