গৌরনদীতে ইউনিয়ন নির্বাচনের গরম হাওয়া

হওয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এখনই বইতে শুরু করেছে গরম হাওয়া। এসব ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মেম্বার পদপ্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনের মাঠ দাঁপড়িয়ে বেড়াচ্ছেন। সম্ভ্রাব্য নারী ও পুরুষ প্রার্থীরা দিন-রাত সমান তালে ছুটে চলছেন ভোটারদের বাড়িতে বাড়িতে। নিজেকে প্রার্থী হিসেবে প্রকাশ করে ভোটারদের কাছে দোয়া চাইছেন। একই সাথে যাচাই করছেন নিজের পক্ষে ভোটারদের মতামত। হাট-বাজার, ক্লাব-সমিতিসহ জনবহুলস্থান এবং চায়ের দোকানগুলো নির্বাচনী আলোচনায় দিনদিন সরগরম হয়ে উঠছে। ইতিমধ্যে অনেকে দোয়া চেয়ে ক্যালেন্ডার বিতরন, শুভেচ্ছা বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে অনুদান প্রদানসহ প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন। দলীয় সমর্থন পেতেও সম্ভ্রাব্য প্রার্থীরা ছুঁটে চলছেন র্শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে। এ নিয়েও শুরু হয়েছে লবিং-গ্রপিং। তবে সম্ভ্রাব্য প্রার্থীদের মধ্যে অধিকাংশরাই হচ্ছেন আওয়ামীলীগের নেতা-কর্মী ও সমর্থক।

ইউনিয়ন নির্বাচনের ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার এমদাদুল হক স্বপনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক পূর্বেই উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদেরই মেয়াদ শেষ হয়েছে। আসন্ন নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গৌরনদী উপজেলার ৭টি ইউনিয়নের সম্ভ্রাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন-১নং খাঞ্জাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আকন সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ নুর আলম সেরনিয়াবাদ, আব্দুর রাজ্জাক হাওলাদার, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মতলেব হোসেন মাতুব্বর, সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস ও খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত। ২ নং বার্থী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান প্রভাষক মোঃ ফকরুল আলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মেদ হারুন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যন আব্দুর রাজ্জাক হাওলাদার, উপজেলা যুবলীগ নেতা মোঃ ফারুক বেপারী, বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান প্যাদা ও উপজেলা বিএনপির সহসম্পাদক মোঃ আবুল কালাম খান। ৩নং চাঁদশী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি  মোঃ তাইফুর রহমান কচি, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান মোঃ হাক্কানি আলম, স্বেচ্ছা সেবকলীগের উপজেলা সভাপতি কৃষ্ণ কান্ত দে ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম।  ৪নং মাহিলাড়া  ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ আনোয়ার সাদাত তোতা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান কালিয়া দমন গুহ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মোঃ আলমগীর হোসেন ও মাহিলাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ আবুল কালাম সিকদার। ৫ নং বাটাজোর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এইচ.এম শামছুল হক, বাটাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রব হাওলাদার, বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাটাজোর বনিক সমিতির সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান পরিমল চত্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ ও সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডি আল রাহী শাহজাহান। ৬ নং সরিকল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ মঞ্জুর হোসেন মিলন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান  আঃ মান্নান মৃধা, মোঃ ফারুক হোসেন মোল্লা, গৌরনদী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, মোঃ ফারুক মৃধা। ৭নং নলচিড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও গৌরনদী উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সেকেন্দার হোসেন মৃধা, আওয়ামীলী নেতা সৈয়দ সালাউদ্দিন মির্জা, গৌরনদী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম হাফিজ মৃধা, নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন প্রচেস্টার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ রায় ও মোঃ সিরাজুল ইসলাম খলিফা। এসব সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় ক্যালেন্ডার বিতরন, শুভেচ্ছা বিনিময়, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে অনুদান প্রদানসহ প্রচার প্রচারনা অব্যাহত রেখেছেন।