এমপির গাড়ি বহরের সাথে মুখোমুখী সংঘর্ষে ৭ জন নিহত

মোকতাদির চৌধুরীর গাড়ি বহর ও ট্যাঙ্কলরির সাথে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শৈলদাহ ব্রীজের সম্মুখে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ৪ জন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার শৈলদাহ ব্রীজের কাছে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে ঢাকায় ফেরার পথে ঢাকা-খুলনা মহাসড়কে শৈলদাহ ব্রীজের কাছে সংসদ সদস্য উবায়দুল মোকতাদিরের গাড়ি বহরের সম্মুখ দিয়ে একটি গরু দৌড় দেয়। এ সময় বহরের একটি মাইক্রোবাস ওই গরুটিকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা ভাঙ্গামুখী অপর একটি ট্যাঙ্কলরির সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত ও মাইক্রেবাস এবং ট্যাঙ্কলরির অপর ৮ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে ১ জন ও হাসপাতালে ভর্তি করার পর আরো ৩ জন মারা যায়। সংসদ সদস্য উবায়দুল মোকতাদির অক্ষত রয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে আওয়ামীলীগ প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী নির্বাচিত হন।