ইয়ামী বাদশার দ্বিতীয় পুত্র ইসলাম প্রচারক হযরত দূত কুমার মল্লিক পীর সাহেবের মাজারের দু’দিনব্যাপী বাৎসরিক ওরশ মাহফিল শুরু হয়েছে আজ বৃহস্পতিবার। বরিশাল-ঢাকা মহাসড়কের পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার লাখেরাজ কসবার মাজার প্রাঙ্গনে ওয়াজ মাহফিল, ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়েছে। এছাড়াও ওরশ মাহফিল উপলক্ষে গতকাল বুধবার থেকে মাজারের পাশ্ববর্তী এলাকায় মেলা বসেছে। প্রতিবছরের ন্যায় ওরশ মাহফিলে ভারতসহ দেশের বিভিন্নস্থানের সকল ধর্মের হাজার-হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে বলে আয়োজন কমিটি জানান।