সরকারি অফিসের কম্পিউটার চুরির হিড়িক!

প্রকল্প বাস্তবায়ন অফিসে তালা ভেঙে কম্পিউটার যন্ত্রাংশ চুরি হয়েছে। রহস্যজনকভাবে একের পর এক অফিসে কম্পিউটার চুরির ঘটনায় আতংক বিড়াজ করছে।


পুলিশ ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে রবিবার গভীর রাতে সংঘব্ধ চোরের দল সিপিইউসহ কম্পিউটার যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। এ সময় তারা অফিসের দু’টি আলমারি ভাংচুর ও প্রযেয়াজনীয় কাগজপত্র তচনছ করেছে। গত ২৬জানুয়ারী গভীর রাতে উপজেলা মৎস অধিদপ্তরে দরজা ভেঙে এলসিডি মনিটর, সিপিইউ ও আসবাবপত্রসহ প্রায় এক লক্ষ টাকার  মালামাল সংঘব্ধ চোরেরা চুরি করেছে। কিছুদিন পূর্বে পাশের অফিস উপজেলা মাধ্যমিক অফিসে দু’বার কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে। এমনকি উপজেলা প্রশাসনের সামনে কালকিনি-ভূরঘাটা সড়কে স্থানীয় এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানেও কম্পিউটার চুরি হয়েছে। প্রত্যেকটি চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ফলে সংঘব্ধ চোর চক্রটি সরকারী অফিসগুলোতে কম্পিউটার চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ‘প্রত্যেকটি চুরির ঘটনা আমাদের কাছে রহস্যজন মনে হচ্ছে। উপজেলা প্রশাসনের অফিসগুলোর কোনো কর্মচারী এর সাথে জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে’।