লাশবাহী বহরের মাইক্রোবাস দূর্ঘটনায় নিহত-১ ॥ আহত-৫

ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার রাত দশটায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা নামকস্থানে। এ ঘটনায় গৌরনদীতে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ আব্দুল মুমিন হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রবিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হলি ফ্যামিলি হসপিটালে ইন্তেকাল করেন। ওইদিন বিকেলে মরহুমের লাশ নিয়ে তার পরিবারের সদস্যরা কয়েকটি মাইক্রোবাসযোগে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমথ্যে লাশবাহী গাড়ির বহর গতকাল রবিবার রাত দশটার দিকে ভাঙ্গা নামকস্থানে পৌঁছলে বিপরীতদিক থেকে বেপরোয়াগতিতে আসা যাত্রীবাহি লোকাল পরিবহন লাশবাহী গাড়ির বহরের একটি মাইক্রোবাসকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে গাড়ির মধ্যে থাকা সৈয়দ টিপুর স্ত্রী হেনা বেগম (৪০) ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় আরো ৫ জন। স্থানীয়রা আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেছেন। মুহুর্তের মধ্যে এখবর গৌরনদীতে ছড়িয়ে পরলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।